শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয় কূটনৈতিক সম্মেলনে এ কথা জানায় অংশ নেয়া দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর মধ্যে আছে ফিলিস্তিন, তুরস্ক, সৌদি আরব, মিশর, বাহরাইন, কাতার, জর্ডান ও ইন্দোনেশিয়া। এসময় ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা।
সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তিসহ অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীরা গাজা ইস্যুতে নিজ নিজ দেশের পক্ষ তুলে ধরেন। তারা বলেন ফিলিস্তিনিদের মুক্তি এবং চলমান সংকটের স্থায়ী সমাধানের জন্য যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই।
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না