গতকাল জুমা বার বাদ মাগরিব মহাপরিচালক হুজুরের সিলেট সফর উপলক্ষে নগরীর শিবগঞ্জ বাইতুল জান্নাত জামে মসজিদে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামেয়ার উস্তায সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া দারুল কুরআন এর শাইখুল হাদীস মুফতি এহতেশামুল হক কাসিমী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দারুল উলূম বাংলাদেশ এর সম্মানিত মহাপরিচালক এবং ইন্টারন্যাশনাল দাওয়াহ ইউনিভার্সিটির চেয়ারম্যান শাইখুত তাফসীর মুফতি আবুবকর সিদ্দীক আদদাঈ হাফেজাহুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন জামেয়া ইসলামিয়া দেউলগ্রাম এর শাইখুল হাদীস মুফতি আহমাদ কবীর খলীল, সিলেটের ঐতিহ্যবাহী লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জামেয়ার তাফসীর বিভাগের উস্তায ড. মুফতি জিয়াউর রহমান এবং তাফসীর বিভাগের উস্তায বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মুফতি জাবেদ পারভেজ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আহবায়ক কমিটির সদস্য মুহাদ্দিস মুফতি জামিল মাসরুর। উপস্থিত ছিলেন জিন্দাবাজার জামে মসজিদের খতীব মুফতি শোয়াইব আহমাদ, মুফতি ইলিয়াস প্রমুখ।
খুবই সংক্ষিপ্ত নোটিশে ফুযালা ও আবনাগণ এর উপস্থিতি ছিলো অনুপ্রাণিত হওয়ার মত।
সিলেটে জামেয়ার নতুন শাখার শুভ সূচনায় এই মতবিনিময় সভা অনবদ্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা