দীর্ঘ ১৫ বছর পর গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হলো ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ‘ফরেন অফিস কনসাল্টেশন’ (এফওসি) শীর্ষক এই বৈঠকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সমসাময়িক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে ১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া ও সম্পদ ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে।
বৈঠক নিয়ে ঢাকার কূটনৈতিক বিশ্লেষকরা আশাবাদী। সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক হুমায়ূন কবির বলেন, পাকিস্তানের পক্ষ থেকে সরকারিভাবে আলোচনায় অংশ নেওয়া এবং ক্ষমা চাওয়ার ইঙ্গিত কিছুটা ইতিবাচক বার্তা দেয়। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আসন্ন ঢাকা সফরে এসব আলোচনার অগ্রগতি দেখা যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, বহু দেশ অতীতে তাদের ইতিহাসে সংঘটিত নৃশংসতার জন্য ক্ষমা চেয়েছে। ফ্রান্স, জাপানের মতো দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, পাকিস্তানের উচিত ১৯৭১ সালের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। এটি ঐতিহাসিক ক্ষত প্রশমনে সহায়ক হতে পারে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের পর পাকিস্তানে বাংলাদেশি সম্পদের অংশীদারিত্ব এবং বাণিজ্য ভারসাম্যহীনতা এখনো দুই দেশের সম্পর্কের অন্তরায় হয়ে আছে। যদিও আর্থিক অঙ্ক খুব বড় না, বিষয়টি প্রতীকী গুরুত্ব বহন করে।
অর্থনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন পাকিস্তানের তুলনায় শক্তিশালী। কিন্তু শুধু রাজনৈতিক সদিচ্ছা নয়, পাকিস্তান যদি বাংলাদেশি পণ্যের জন্য বাজার উন্মুক্ত করে, তাহলেই অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হতে পারে, যা ভবিষ্যতের কূটনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।
সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, পাকিস্তানের আগ্রহেই এফওসি অনুষ্ঠিত হয়েছে, যা ইতিবাচক। ৫৪ বছর পর পুরনো সমস্যা নিয়ে আলোচনায় বসা এই উদ্যোগকে তিনি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন। তিনি আশা করেন, আসন্ন উচ্চপর্যায়ের রাজনৈতিক বৈঠকে এর ভিত্তিতে আরও অগ্রগতি দেখা যাবে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের জনগণ ও অর্থনীতির স্বার্থে আলাপ-আলোচনার দরজা খোলা রাখা উচিত। তবে এই সম্পর্ক যেন তৃতীয় কোনো দেশের ওপর নির্ভর না করে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
পর্যবেক্ষকরা মনে করছেন, সম্পর্ক উন্নয়নের জন্য এখন বল পাকিস্তানের কোর্টে। তারা কতটা আন্তরিক, সেটিই নির্ধারণ করবে ভবিষ্যৎ পথচলার গতি।
সূত্র : এএফপি/বাসস
ট্রান্সশিপমেন্ট বাতিলে ক্ষোভ নয়াদিল্লির, বলল ‘কিছু ঘটনা ভুলে যেও না’
আত্ম উপলব্ধিতে বিএনপি-জামায়াত, ভারতের পুরনো শর্ত ফের আলোচনায়
বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক আলোচনা: সম্পর্কের পুনর্মূল্যায়ন?
পাকিস্তানের সঙ্গে ১৫ বছর পর আলোচনায় বাংলাদেশ
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না