বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথমবারের মতো পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসছে দুই দেশ। ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফওসি) নামে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকায়। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।
এই বৈঠককে ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। প্রায় ১৫ বছর পর সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ায়, এটি কেবল একটি কৌশলগত সংলাপ নয়, বরং দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের একটি সম্ভাব্য মোড় পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। এবারের বৈঠক নির্দিষ্ট কোনো এজেন্ডায় সীমাবদ্ধ না থেকে দুই দেশের মধ্যে বিদ্যমান সব বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিশেষজ্ঞদের মতে, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, ভিসা সহজীকরণ, কনস্যুলার সেবা, সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময়সহ নানান বিষয়ের ওপর আলোকপাত করা হতে পারে এই বৈঠকে। ইসলামাবাদ ইতোমধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকের পরই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর ঢাকা সফরের সম্ভাবনার কথাও উঠে এসেছে। এটি বাস্তবায়িত হলে, ২০১২ সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। সফর আয়োজনের বিষয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন সক্রিয়ভাবে কাজ করছে।
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় এসে পৌঁছানোর পর বৃহস্পতিবার তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে জানিয়েছেন, আলোচনার মূল উদ্দেশ্য হবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা এবং ভবিষ্যতের জন্য একটি গ্রহণযোগ্য পথনির্দেশনা তৈরি করা।
২০২৪ সালেই বাংলাদেশ ও পাকিস্তান একে অপরকে স্বীকৃতি দেওয়ার ৫০ বছর পূর্ণ করেছে। এই সময়ে এসে নতুন করে সম্পর্ক জোরদারে দুই দেশ উদ্যোগী হলে তা শুধু দ্বিপক্ষীয় ক্ষেত্রেই নয়, দক্ষিণ এশিয়ার বৃহত্তর ভূরাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সম্পর্কের নতুন এই অধ্যায় শুরু হলে তা দু’দেশের মধ্যে আস্থার পরিবেশ গড়ার পাশাপাশি অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতার পথও উন্মুক্ত করতে পারে।
সূত্র:বিবিসি বাংলা
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না