ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি শহরে রুশ বাহিনীর ভয়াবহ হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়ার বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ গ্রহণের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
রোববার এক্স (সাবেক টুইটার) বার্তায় ম্যাক্রোঁ বলেন, "সবাই জানে, এই যুদ্ধ রাশিয়াই শুরু করেছিল। আজ এটাও স্পষ্ট যে রাশিয়া নিজের সিদ্ধান্তেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মানুষের জীবন, আন্তর্জাতিক আইন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা করেই তারা এই যুদ্ধ অব্যাহত রেখেছে।"
তিনি আরও বলেন, "রাশিয়ার ওপর যুদ্ধবিরতি আরোপে এখন কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।" ম্যাক্রোঁ হামলায় শিশু সহ বহু বেসামরিক নাগরিক হতাহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, রোববার সকালে সুমি শহরের কেন্দ্রস্থলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৩২ জন নিহত এবং ৯৯ জন আহত হয়েছেন, আহতদের মধ্যে শিশুরাও রয়েছে। হামলার ভয়াবহতা ইউক্রেনে চলমান যুদ্ধের বেসামরিক বিপর্যয়ের আরেকটি নির্মম উদাহরণ হয়ে উঠেছে।
কিয়েভ দাবি করেছে, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত এবং সরাসরি বেসামরিক এলাকা লক্ষ্য করে পরিচালিত।
ম্যাক্রোঁর আহ্বান পশ্চিমা বিশ্বের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে চাপ বৃদ্ধির নতুন মাত্রা যোগ করেছে। তার মন্তব্য ইউরোপীয় এবং আন্তর্জাতিক নীতিনির্ধারকদের কাছে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ কিংবা সামরিক সহায়তা জোরদারের আহ্বান হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার পর জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। কূটনৈতিক মহলে এখন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
সূত্র: ব্যারনস