বাংলাদেশের উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত থেকে বাংলাদেশে সীমান্ত পেরিয়ে মানুষের ‘পুশ ইন’ (জোরপূর্বক ঠেলে দেওয়া) ঘটনা সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব নয়। তিনি বলেন, “পুশ ইন হচ্ছে, ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব নয়। এ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ ইতোমধ্যে কূটনৈতিক চিঠিপত্র বিনিময় করেছে এবং ভবিষ্যতে আরও একটি চিঠি পাঠানোর পরিকল্পনা রয়েছে।”
তৌহিদ হোসেন জানান, এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ কনস্যুলার পদ্ধতির আওতায় ভারত সরকারের সঙ্গে কাজ করতে চায়। প্রতি বছর দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কনস্যুলার সংলাপের মাধ্যমে নাগরিকদের চলাচল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে, যেখানে ‘পুশ ইন’ ইস্যুও আলোচনা করা হতে পারে।
বিভিন্ন সূত্র বলছে, গত এক মাসে ভারত প্রায় দুই হাজার মানুষকে বাংলাদেশে সীমান্ত পেরিয়ে ঠেলে দিয়েছে, যার মধ্যে মিয়ানমার এবং ভারতের নাগরিকরা রয়েছেন। বাংলাদেশ সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে বেশ কয়েকটি চিঠি পাঠানো হয়েছে।
উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নেওয়ার জন্য প্রয়োজনে ভারত সরকারকে আবারও চিঠি পাঠানো হবে। উল্লেখ্য, ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং বিষয়টি নিয়ে ইতোমধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে।
জাতীয় নির্বাচন নিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর প্রতিনিধিরা বাংলাদেশে আসা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই নির্বাচনের পরিস্থিতি জানতে চান এবং তাদের কাছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা তুলে ধরা হয়।