রাজধানীর বাড্ডা থানার দক্ষিণ আনন্দ নগরের আনসার ক্যাম্পের বিডিয়ার বাড়ির সংনগ্ন বাড়ি নাম্বার ৫ সাথে নিচ তালায় পাশে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়।
শুক্রবার (১৬ মে ) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন-তোফাজ্জল মিয়া (৪৫) তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫),তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. শরীফ জানান, আমার প্রতিবেশী তোফাজ্জল মিয়া একটি সিমেন্টের ফ্যাক্টরিতে কাজ করত। রাতের দিকে রান্না করার সময় চুলায় দেয়াশলাই জালানো মাত্রই ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে পরিবারের সবাই দগ্ধ হয়। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে ইনস্টিটিউটের জরুরী বিভাগের তাদের চিকিৎসা চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। জরুরী বিভাগে তাদের ড্রেসিং চলছে। তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় মূল রাস্তার গ্যাসের লাইন লিকেজ হয়ে রুমের ভিতর গ্যাস প্রবেশ করার কারণে কয়েল অথবা সিগারেটের আগুনের কারণে রুমের ভিতর আগুন ধরে প্রচন্ড চাপ সৃষ্টি করে ভিতরের ওয়াল সহ সমস্ত মালামাল পুড়ে যায় রুমে বসবাসরত (একই পরিবারের পাঁচজন মারাত্মকভাবে অগ্নিগ্ধ হয় তিনটি শিশু ও মা বাবা) তাদেরকে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও মহানগর যুব জামায়াত নেতৃবৃন্দের সহযোগিতায় উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। তারা এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী দাবি দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়া খুডি করার কারণে লাইনের গ্যাস পাইপ লিকেজ হয়ে রুমের মধ্যে গ্যাস প্রবেশ করে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার জানানো শর্তেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করে নাই বাড়িওয়ালা কেও বিষয়টি অবগত করা হয়েছে কিন্তু সেও কোন ব্যবস্থা গ্রহণ করে নাই স্থানীয় থানা থেকে এসে একটি তদন্ত টিম উক্ত বিষয় তদন্ত সম্পন্ন করেছে এলাকাবাসীর দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় এনে এলাকার চলমান রাস্তা সংস্থার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা অন্যথায় এলাকায় অ্যাম্বুলেন্স সহ ফায়ার সার্ভিস বা অন্য কোন গাড়ি প্রবেশ এর কোন অবস্থা বিদ্যমান নাই যা এই এলাকার মানুষের যেকোনো দুর্ঘটনা পতিত হলে প্রতিকারের কোন উপায় নাই এলাকাবাসীর দাবি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার সুদৃষ্টি দিয়ে কাজ টি সম্পন্ন করে সমস্যার সমাধন করা। যাতে অতি দ্রুত ঢাকা মহানগর উত্তরের ৩৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন আনসার ক্যাম্প ও বিডিআর বাড়ির রাস্তার কাজ দ্রুত সম্পন্ন হয় এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ দায় ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিয়ে উক্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা