গাজীপুর সিটি করপোরেশন এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ রোধে শহরের অন্যতম পুরাতন এবং প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ মোগর খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন।
শুক্রবার (৩০ মে) সকালে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী খালের ভোগড়া বাইপাস সংলগ্ন এলাকায় খনন ও পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। প্রায় তিন কিলোমিটার কাদাযুক্ত পথ পায়ে হেঁটে তিনি কাজের অগ্রগতি ও মান পর্যবেক্ষণ করেন।
প্রশাসক শরফ উদ্দিন বলেন,
“নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা মোগর খালের সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ, খনন ও পরিষ্কারের কাজ শুরু করেছি। কাজ শেষ হলে আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।”
তিনি জানান, খালের কিছু স্থানে খননযন্ত্র (ভেকু) প্রবেশ করতে না পারায় কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। তবে পর্যায়ক্রমে সব অবৈধ দখল উচ্ছেদ করে খালের প্রস্থ বৃদ্ধি ও স্থায়ী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব আমিন আল পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, রকিবুল হাসান রাসেল এবং সহকারী প্রকৌশলী আশরাফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসক আরও বলেন,
“আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা। অল্প বৃষ্টিতেই চৌরাস্তায় ও ভোগড়া এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই খাল শুধুমাত্র পানি চলাচলের পথ নয়, এটি ভবিষ্যতের নাগরিক নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
খাল খননের সময় পলিথিন, তোশক, বালিশ, গৃহস্থালি সামগ্রীসহ বিপুল পরিমাণ আবর্জনা পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে বলেন,
“খালে ময়লা-আবর্জনা না ফেলে আমাদের পাশে থাকুন। তবেই গাজীপুর একদিন পরিচ্ছন্ন, বাসযোগ্য ও আধুনিক নগরীতে পরিণত হবে।”
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা