দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় ঐক্য গঠনের প্রেক্ষাপটে কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন আহ্বান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আগামী শনিবার সকালে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে এই অধিবেশন শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের আমির ডা. শফিকুর রহমান।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,
“শনিবার সকাল সাড়ে ৯টায় আমিরে জামায়াত উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মজলিসে শূরার অধিবেশনের কার্যক্রম শুরু করবেন।”
বর্তমান রাজনৈতিক অচলাবস্থা, অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক, বিদেশি হস্তক্ষেপ, এবং জাতীয় নির্বাচনের দাবির পটভূমিতে জামায়াতের এই অধিবেশনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এ অধিবেশনে রাজনৈতিক কৌশল নির্ধারণ, সম্ভাব্য সংলাপের রূপরেখা, এবং ‘ফ্যাসিবাদবিরোধী’ জাতীয় ঐক্য সম্পর্কে অবস্থান পুনর্ব্যক্ত করা হতে পারে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ