আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সুষ্ঠু ও অবাধ পরিবেশ তৈরির ব্যাপারে অনিশ্চয়তা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে যেভাবে সহিংসতা এবং দমন-পীড়নের ঘটনা ঘটছে, তাতে করে সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি।
রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
ডা. তাহের বলেন, “এখনো নির্বাচন ঘোষণা করা হয়নি, অথচ এরই মধ্যে পাবনায় জামায়াত নেতাকর্মীদের মারধর করা হয়েছে। বিভিন্ন এলাকায় জায়গা দখল ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। এটা উদ্বেগজনক। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, “নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ বলে মনে হচ্ছে। সরকার যেন এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে।”
তাহের আরও বলেন, নির্বাচন ঘিরে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। তাই দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করে নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করা প্রয়োজন।
এই বৈঠকটি জামায়াতের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দফা সংলাপ। দলের প্রতিনিধি দলে আরও ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন ও নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
বৈঠকের শুরুতে কমিশনের পক্ষ থেকে আলী রিয়াজ বক্তব্য রাখেন। এ সময় কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সূত্র:কালবেলা
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ