জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর একাধিক স্থানে শুক্রবার গুলিবর্ষণ চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এর মাধ্যমে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের সুস্পষ্ট চেষ্টা করা হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পাকিস্তানের এ হামলার জবাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনাবাহিনী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা সূত্র পিটিআইকে জানায়, “নিয়ন্ত্রণরেখার কিছু এলাকায় পাকিস্তানের পক্ষ থেকে হালকা অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।” সূত্রটি আরও জানায়, “গুলিবর্ষণের যথাযথ জবাব দেওয়া হয়েছে।”
ঘটনার সময় শুক্রবারই ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর শ্রীনগর ও উদমপুর সফর চলছিল। সফরে তিনি উপত্যকায় অবস্থানরত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাপ্রধান তাঁর সফরে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের সাম্প্রতিক ঘটনার মূল্যায়নও করবেন।
কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি এক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ওই হামলার পরই নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত সরকার জানায়, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাস দমন না করা পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে না।
একই সঙ্গে, পাকিস্তানকে বার্তা দিতে আটারি সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার পাকিস্তানও ভারতের সঙ্গে আটারি-ওয়াঘা সীমান্ত পথ বন্ধসহ সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার, আকাশপথ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করেছে।
দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যকার এই সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পর্যবেক্ষকরা মনে করছেন, নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ ও পারস্পরিক চুক্তি বাতিলের এই ধারাবাহিকতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সূত্র:দ্য হিন্দু
ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন নয়, নিজেরাই মিটিয়ে নেবে: ট্রাম্প
যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মি মুক্তির প্রস্তাব হামাসের
কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি
রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না