কোরবানি ঈদের ছুটিকে সামনে রেখে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানা, অফিস ও প্রতিষ্ঠান থেকে কর্মরত মানুষজন নিজ নিজ গ্রামের পথে রওনা হয়েছেন। ‘নাড়ির টানে ঘরে ফেরা’ যেন এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে এক চিরচেনা দৃশ্য হয়ে উঠেছে।
গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পনগরী। এখানে কাজ করেন লাখো মানুষ, যাঁদের অনেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, উত্তরবঙ্গ কিংবা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে এসেছেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাঁরা এখন দলে দলে গাজীপুর ছাড়ছেন।
নগরীর কোনাবাড়ি, টঙ্গী, চন্দ্রা, কালিয়াকৈর ও ভোগড়া এলাকায় ঈদের ছুটির আগের দিনগুলোতে যানজট বেড়েছে। রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও ভাড়ায় চালিত পরিবহনগুলোতে ভিড় বেড়েছে কয়েকগুণ। অনেকে আগেভাগেই টিকিট কেটে রেখেছেন, আবার কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কিংবা অতিরিক্ত ভাড়ায় যাত্রা করছেন শুধুমাত্র পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটানোর আশায়।
শ্রমজীবী আফসার উদ্দিন জানান, “পুরো বছর কাজ করি গাজীপুরে। ঈদের সময়টাতেই একমাত্র সুযোগ পাই মা-বাবার সঙ্গে সময় কাটানোর। যত কষ্টই হোক, গ্রামে যেতেই হবে।”
তানিয়া আক্তার নামে এক গার্মেন্টস কর্মী বলেন, “টিকিট পাইনি, তাই আজ রাতেই ট্রাকে করে যাচ্ছি কুষ্টিয়া। পরিবার ছাড়া ঈদের আনন্দই কেমন যেন ফাঁকা মনে হয়।”
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়তি চাপ পড়েছে। অনেক বাস কাউন্টার আগেভাগেই সব টিকিট বিক্রি করে দিয়েছে। অতিরিক্ত ভাড়ার অভিযোগও উঠেছে। ট্রেনের টিকিট অনলাইনে কিনতে গিয়েও বহু মানুষ বিড়ম্বনার শিকার হয়েছেন।
গাজীপুর জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগ জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
নাড়ির টান ও প্রিয়জনের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে মানুষ যেমন ত্যাগ স্বীকারে পিছপা হন না, তেমনি এই মিলনমেলা প্রতিবারই প্রমাণ করে দেয়—বাংলাদেশের মানুষের ঈদ মানে শুধু ধর্মীয় উৎসব নয়, বরং তা ভালোবাসা, পরিবার, সংস্কৃতি আর আত্মিক টানের মিলনস্থল।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা