বুধবার (৯ এপ্রিল) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চীনের প্রেসিডেন্টকে ‘বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিদের একজন’ বলেও অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, শি একজন বুদ্ধিমান ব্যক্তি, এবং আমরা শেষ পর্যন্ত খুব ভালো একটি চুক্তি করব। তিনি জানেন ঠিক কী করতে হবে।
তিনি বলেন, শি একজন দূরদর্শী নেতা, যিনি জানেন কোন মুহূর্তে কী পদক্ষেপ নিতে হয়। তার মধ্যে নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। এক সময় আমাদের মধ্যে ফোনালাপ হবেই, আর তারপর শুরু হবে নতুন করে আলোচনার দৌড়।
এর আগে, চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি।
ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, চীনের পক্ষ থেকে বিশ্ববাজারের প্রতি যে অসম্মান প্রদর্শন করা হয়েছে, তার ভিত্তিতে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব পণ্যের ওপর নতুন করে ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেন। চীনের পাল্টা শুল্কের ঘোষণায় যুক্তরাষ্ট্র আরও দুই দফায় শুল্ক বাড়িয়ে ৮৪ শতাংশ পর্যন্ত নেয়। এবার ট্রাম্প তা ১২৫ শতাংশ করার ঘোষণা দিলেন।
উল্লেখ্য, চীন বাদে অন্যসব দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ফয়জুল করীমের পক্ষে বরিশালে উত্তাল জনতা, মেয়র ঘোষণার দাবিতে বিক্ষোভ
কার পক্ষে প্রশাসন? একে অপরকে দুষছে এনসিপি-বিএনপি
বাংলাদেশ ভালো না থাকলে ভারতও ভালো থাকবে না’—সরাসরি বার্তা দিল জামায়াত আমির
ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও নিরাপত্তায় অগ্রাধিকার: জামায়াত আমির
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না