গাজীপুরের শ্রীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে বেতন বেশি দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে এক তরুণী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার একমাত্র আসামি মো. লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক। তিনি জানান, মামলা দায়েরের পর থেকেই পুলিশের একাধিক টিম অভিযানে নামে। একাধিক স্থান পরিবর্তনের পর অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় লিটনকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।
গ্রেফতার লিটনের বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামে। তিনি শ্রীপুরের মুলাইদ এলাকার আতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন এবং ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা সরবরাহকারী প্রতিষ্ঠানের অধীনে ডাচ্-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে কর্মরত ছিলেন।
ভুক্তভোগী তরুণীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তালহা স্পিনিং মিলের সামনে থাকা ওই এটিএম বুথ থেকে টাকা তোলার সময় লিটনের সঙ্গে পরিচয় হয় তরুণী শ্রমিকের। মাত্র ৬ হাজার টাকা বেতনে চাকরি করা ওই তরুণীকে দ্বিগুণ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে লিটন তার বাবার মোবাইলে ফোন করে রোববার (১৫ জুন) সকাল ৬টায় ডেকে নেয়।
চাকরির সাক্ষাৎকারের কথা বলে তাকে এটিএম বুথের ভেতরে একটি ছোট কক্ষে বসিয়ে রাখে লিটন। সকাল ১০টার দিকে সেখানে তরুণীকে ধর্ষণ করে সে। ঘটনার পর মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলে সে রাস্তায় তার বাবাকে ঘটনাটি জানায়।
ওই তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় এবং এরপরেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত লিটনকে গ্রেফতার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা