গাজীপুর মহানগরের পোড়াবাড়ী এলাকায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্র গুরুতর আহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার সকাল পৌনে ১০টার দিকে শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ওমর ফারুক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আহত শিক্ষার্থীর সহপাঠীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভে ফেটে পড়ে। শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নেয়, ফলে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পরে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বেলা ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা