২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবে তার অনলাইন স্টোরে ইতোমধ্যেই ‘ট্রাম্প ২০২৮’ লেখা বিভিন্ন প্রচারসামগ্রী বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি ক্যাপ পরে থাকতে দেখা যায়। জানা গেছে, ক্যাপটির মূল্য ৫০ মার্কিন ডলার। এছাড়া লাল ও নীল রঙের টি-শার্ট পাওয়া যাচ্ছে ৩৬ ডলারে এবং কফির কাপের হোল্ডার (কুজি) মিলছে ১৮ ডলারে।
পণ্যগুলোর গায়ে লেখা রয়েছে, “The Future Looks Bright. Rewrite the Rules.” অর্থাৎ, “ভবিষ্যত উজ্জ্বল দেখাচ্ছে। নতুন করে নিয়ম লেখা হোক।”
ট্রাম্পের এমন প্রচারণা প্রশ্ন তুলেছে সংবিধান নিয়ে। ১৯৫১ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানে সংযোজিত ২২তম সংশোধনীতে বলা হয়েছে, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান দলের শীর্ষ প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচিত হলে তিনি হবেন ৪৭তম প্রেসিডেন্ট।
তৃতীয় মেয়াদের সম্ভাবনা সম্পর্কে এর আগেও ট্রাম্প বলেন, “আমার তৃতীয়বার নির্বাচিত হওয়ার উপায় রয়েছে।” তিনি আরও দাবি করেন, “আমি মজা করছি না।”
তবে সংবিধান সংশোধন করতে হলে কংগ্রেসের দুই কক্ষে দুই-তৃতীয়াংশ ভোটে সংশোধনী পাস করাতে হবে এবং ৫০টি রাজ্যের মধ্যে কমপক্ষে ৩৮টি রাজ্যের অনুমোদন পেতে হবে—যা রাজনৈতিক বাস্তবতায় প্রায় অসম্ভব।
রাজনীতির বাইরেও ডোনাল্ড ট্রাম্প নিজের নামকে পরিণত করেছেন একটি বাণিজ্যিক ব্র্যান্ডে। তার অনলাইন স্টোরে এখন পাওয়া যাচ্ছে মা দিবস উপলক্ষে গোলাপি পায়জামা, ট্রাম্প লোগোযুক্ত পিকলবল প্যাডল, এবং ‘৪৫’ ও ‘৪৭’ নম্বরসংবলিত গহনা—যা তাকে ৪৫তম ও ভবিষ্যতের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরছে।
এই প্রচারণা এবং পণ্যের বিপণনকে ঘিরে আবারও প্রশ্ন উঠছে—ট্রাম্প কি শুধুই ব্যবসা করছেন, না কি ২০২৮ সালের নির্বাচনকে সামনে রেখে একটি সাংবিধানিক বিতর্কের দ্বার উন্মোচন করছেন?
সূত্র: গার্ডিয়ান, ডয়চে ভেলে
ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন নয়, নিজেরাই মিটিয়ে নেবে: ট্রাম্প
যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মি মুক্তির প্রস্তাব হামাসের
কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি
রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না