4 মাস আগে
মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৬
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ জুন ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিটে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের কাশিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হেমায়েতপুরগামী ‘শুকতারা’ নামের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৭৭৪৬) ও মানিকগঞ্জগামী রানার টাটা কোম্পানির একটি ট্রাক (ঢাকা মেট্রো ড-১২-১৫৫৪) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক বিল্লাল (২৯), পিতা—বুলু, গ্রাম—নোয়াপাড়া, থানা—ত্রিশাল, জেলা—ময়মনসিংহ নিহত হন।
আহত হন ট্রাকের হেলপার রতন (৩০), পিতা—আব্দুর রশিদ, একই গ্রামের বাসিন্দা। তাকে গুরুতর আহত অবস্থায় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া বাসের চারজন যাত্রী আহত হয়েছেন:
১. প্রকাশ মন্ডল (২৭), পিতা—শুশি মন্ডল, গ্রাম—গোলগারামপুর, হরিরামপুর, মানিকগঞ্জ।
২. মিনার (৫৫), পিতা—রাইসউদ্দিন, গ্রাম—বাখেয়া, মানিকগঞ্জ সদর।
৩. মাসুদ (২৫), পিতা—ফরহাদ, গ্রাম—গোলাইডাঙ্গা, সিংগাইর, মানিকগঞ্জ।
৪. আনোয়ার (২৬), পিতা—খোরশেদ, গ্রাম—ধল্লা, সিংগাইর, মানিকগঞ্জ।
আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা সম্পর্কে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া গ্রহণাধীন রয়েছে।