4 মাস আগে
ইসরাইল-ইরান সংঘাতে মার্কিন সম্পৃক্ততা, হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ
ইসরাইল ও ইরানের সংঘাতে মার্কিন সম্পৃক্ততার বিরোধিতা করে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ চলছে। ট্রাম্প প্রশাসন এই সংঘাতে আরো গভীরভাবে জড়িয়ে পড়ছে বলে বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা। তারা দাবি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন যেন এই সংঘাতে আর জড়িত না হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এর আগে, বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আলোচকরা হোয়াইট হাউজে আসার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তিনি নিশ্চিত নন যে সংঘাত কতটা দীর্ঘ হবে। কারণ ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস হয়ে গেছে।
খুব সাধারণ দুটি শব্দ- নিঃশর্ত আত্মসমর্পণের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরানের পরমাণু কর্মসূচির উদ্দেশ্য খারাপ।