সাম্প্রতিক খবর

4 মাস আগে

রিমান্ডে সালমান, নতুন মামলায় গ্রেফতার আনিসুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকার আশুলিয়া থানায় ব্যবসায়ী মো: শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন। আজ তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান এফ রহমানের সাত দিনের রিমান্ড এবং আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এসব আদেশ দেন।

4 মাস আগে

ফকিরহাটে রেলওয়ের গাছ পড়ে চার ফার্নিচার দোকান গুঁড়িয়ে: ক্ষতিগ্রস্তদের আহাজারি, পুনর্বাসনের দাবি

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় বুধবার (১৮ জুন ২০২৫) সকাল ৮টার দিকে ভয়াবহ এক দুর্ঘটনায় চারটি ফার্নিচারের দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার সিংগাতী পোস্ট অফিসের সামনে বাংলাদেশ রেলওয়ের জমিতে থাকা একটি বিশাল গাছ হঠাৎ উপড়ে পড়ে “রেশমি ফার্নিচার”, “মুন্নি ফার্নিচার” এবং “জিহাদুল ফার্নিচার”-এর উপর। এতে দোকানগুলো কার্যত মাটির সঙ্গে মিশে যায়। ক্ষয়ক্ষতি ভয়াবহ, দোকান মালিকের কান্না ক্ষতিগ্রস্তদের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন মুন্নি ও রেশমি ফার্নিচার-এর মালিক মো. বাবুল মোড়ল। তার মালিকানাধীন তিনটি দোকানই একসঙ্গে ধসে পড়ে। তিনি বলেন, “আমার স্বপ্নের তিনটি দোকান এক মুহূর্তেই শেষ হয়ে গেল। ভেতরে ১০ লাখ টাকার মালামাল ছিল—সব ধ্বংস। এখন বাঁচাটাই চ্যালেঞ্জ হয়ে গেছে।” জানা গেছে, এই দোকানগুলোতে খাট, আলনা, ড্রেসিং টেবিল, ওয়াল কেবিনেটসহ বহু প্রস্তুতকৃত মূল্যবান ফার্নিচার ও যন্ত্রপাতি ছিল, যা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছেন জিহাদুল ফার্নিচারের মালিক জিহাদুল ইসলাম। অচল মহাসড়ক, সংকটে কর্মজীবন রেলওয়ের গাছটি খুলনা-রূপসা-বাগেরহাট মহাসড়কের উপর পড়ে থাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল এসে গাছ কেটে রাস্তা উন্মুক্ত করার কাজ শুরু করে। তবে এখনও সম্পূর্ণভাবে গাছ অপসারণ সম্ভব হয়নি। এদিকে, চারটি দোকানে মোট ৫০ জনের বেশি শ্রমিক ও কর্মচারী নিয়মিত কাজ করতেন। দোকানগুলো চালু না হওয়া পর্যন্ত তাদের সবার কর্মজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রশাসনের প্রতি আহ্বান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা রেলওয়ের গাছ দ্রুত অপসারণ এবং ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও কর্মীদের পুনর্বাসনের জন্য জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষায়, “প্রশাসনের দৃষ্টি না পড়লে অনেক পরিবার পথে বসে যাবে। এই গাছ অনেক আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।”

4 মাস আগে

বগুড়ায় যুবলীগ সভাপতির ঘনিষ্ঠ সহযোগী হৃদয় ব্যাপারী গ্রেপ্তার

বগুড়ায় যুবলীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত এক আলোচিত সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারী (৩২)–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ জুন) ভোরে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় ব্যাপারী দীর্ঘদিন ধরে বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় একটি সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, বালু ও মাদক ব্যবসা, সুদ কারবারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল