3 মাস আগে
ভারতের সাথে যুদ্ধে পাকিস্তান আল্লাহর অদৃশ্য সাহায্য পেয়েছে
পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধবিরতির পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি এক্ষেত্রে পাক সেনাবাহিনীর প্রভাবও উল্লেখ করার মতো।
বৃহস্পতিবার (৩ জুলাই) জিও নিউজ জানায়, রাজধানী ইসলামাবাদে মহররম মাস নিয়ে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করেছেন মহসিন নকভি। এ সময়ই তিনি এসব কথা বলেন।
পাকিস্তানি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মহররমের সময় একতা ও শান্তির বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের ভূমিকা থাকা প্রয়োজন।
পাশাপাশি আগামী ১৪ আগস্ট পাকিস্তানের বিজয় দিবস। এ উপলক্ষে ফয়সাল মসজিদে আলেমদের একত্রিত হয়ে নামাজ আদায়ের আহ্বান জানান পাকিস্তানি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া, ভারতের সাথে সংঘর্ষের সময় পাকিস্তান আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য পেয়েছে বলে উল্লেখ করেন মহসিন নকভি। তিনি বলেন, ‘ভারত ১১টি মিসাইল ফায়ার করেছিল, কিন্তু সবই নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাইরে পড়ে, পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি।’