5 মাস আগে
উত্তরার ১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম গ্রেফতার
ঢাকা (উত্তর), ০৮ মে ২০২৫ : ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক এমপি, অর্ধশত ছাত্র-জনতা হত্যার মাস্টারমাইন্ড, অস্ত্রদাতা হিসেবে অভিযুক্ত হাবিব হাসান এর ভাই নাদিম মাহমুদকে আজ বৃহস্পতিবার গভীর রাতে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
নাদিমের বিরুদ্ধে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে গুলি চালিয়ে হত্যা করার একাধিক হত্যা মামলা। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। এ ব্যাপারে তিনি বলেন, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে নাদিম মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনের নেতৃত্বে গ্রেফতার অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারের পর রাত দেড়টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃত নাদিম এর কাছ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা চালানো তার ভাই হাবিব হাসান, সোহেল, সাথিলসহ গণহত্যার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ আসামিদের ব্যাপারে ব্যাপক তথ্য পাওয়া যাবে। রিমান্ড চেয়ে আজকে তাকে বিজ্ঞ আদালত প্রেরণ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।