দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি বহাল থাকলেও কূটনৈতিক উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। সর্বশেষ ঘটনায়, গুপ্তচরবৃত্তির অভিযোগে একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে দুই দেশ।
বুধবার (১৪ মে) পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এক প্রতিবেদনে জানিয়েছে, এই পদক্ষেপ কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।
ঘটনার সূত্রপাত ভারতের পক্ষ থেকে। দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে ‘কূটনৈতিক আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’ এমন কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে পারসোনা নন গ্রাটা ঘোষণা করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে, পাঞ্জাব রাজ্যে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানি হ্যান্ডলারের কাছে সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করার অভিযোগ ওঠে। তদন্তে উঠে আসে, এই কর্মকাণ্ডে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তার প্রত্যক্ষ নির্দেশ ছিল। এরপর ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদপত্র হস্তান্তর করে।
পাল্টা প্রতিক্রিয়ায়, পাকিস্তানও ভারতে নিযুক্ত তাদের হাইকমিশনের কর্মকর্তা বহিষ্কারের প্রতিবাদে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা শংকর রেড্ডি চিন্তালাকে বহিষ্কার করে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘কূটনৈতিক মর্যাদার অপব্যবহার করে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার প্রমাণ রয়েছে’ তার বিরুদ্ধে। তাকেও পরিবারসহ ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে, যখন দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা, অস্ত্রবিরতি লঙ্ঘন এবং ক্রস-বর্ডার হামলার অভিযোগ চলমান রয়েছে। পাল্টাপাল্টি এই পদক্ষেপ কেবল কূটনৈতিক সম্পর্কেই নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকেও নতুন করে উদ্বেগে ফেলেছে।
সূত্র:নয়াদিগন্ত