বাংলাদেশ-ভারত সীমান্তে বেআইনি ‘পুশ ইন’ বন্ধে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ। কূটনৈতিক সূত্রে জানা গেছে, ৯ মে তারিখে এ বিষয়ে দিল্লিকে একটি চিঠি পাঠানো হয়েছে। এতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনায় আসে। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভা শেষে সাংবাদিকদের কাছে বিজিবি মহাপরিচালক জানান, ৭ ও ৮ মে তারিখে বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ২০২ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে। এর মধ্যে ৩৯ জন রোহিঙ্গা, যারা আগে বাংলাদেশে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) হিসেবে নিবন্ধিত ছিল। কোনোভাবে তারা ভারতে চলে গিয়েছিল এবং সেখান থেকে তাদের আবার বাংলাদেশে পাঠানো হয়েছে।
বিজিবি প্রধান বলেন, “রোহিঙ্গাদের এভাবে ঠেলে পাঠানো আন্তর্জাতিক মানবাধিকার ও চুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনার পরিপন্থী। বিষয়টি আমরা কূটনৈতিকভাবে উত্থাপন করেছি।”
সরকারি সূত্র বলছে, সীমান্তে ‘পুশ ইন’ শুধু মানবিক সংকটই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও হুমকি। এ কারণে বাংলাদেশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং ভারতের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী।
সূত্র:আমার দেশ