বাংলাদেশের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় ভারতের প্রায় ৪০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হতে পারে বলে দাবি করেছেন এক ভারতীয় সাংবাদিক। এক ভিডিও বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সরকার যেসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তা ভারতের একাধিক খাতকে বিপাকে ফেলবে।
সাংবাদিকটি জানান, বাংলাদেশ-ভারতের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে পণ্য আমদানি করে প্রায় ৯ বিলিয়ন ডলারের, আর ভারত বাংলাদেশ থেকে নেয় মাত্র ১.৮ বিলিয়ন ডলারের পণ্য। ফলে আমদানি-রপ্তানির ভারসাম্য ভারতে অনুকূলে থাকলেও নিষেধাজ্ঞার কারণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, চলতি এপ্রিল মাসের ৮ তারিখে ভারত সরকার তৃতীয় দেশের মাধ্যমে জলপথে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার স্থলপথে একাধিক ভারতীয় পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যা ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম দেয়।
প্রভাবিত খাতসমূহ
বাংলাদেশ সরকার যেসব পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—
এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারতের একাধিক রপ্তানি খাত বিপর্যস্ত হতে পারে বলে সতর্ক করেন তিনি।
মিডিয়ার নীরবতা ও ড. ইউনূসের ভূয়সী প্রশংসা
এত গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমগুলো নীরব কেন— তা নিয়েও প্রশ্ন তোলেন ওই সাংবাদিক। তার মতে, বিষয়টি সামনে এলে মোদি সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেই অনেক সংবাদমাধ্যম ইচ্ছাকৃতভাবে বিষয়টি উপেক্ষা করছে।
এদিকে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থান ও ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে সাংবাদিক বলেন, “নোবেল বিজয়ী ড. ইউনূস সম্প্রতি টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ নেতার তালিকায় স্থান পেয়েছেন। ভারতীয় মিডিয়া তা স্বীকার না করলেও বাস্তবতা হচ্ছে— বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?”
সূত্র: https://web.facebook.com/reel/520128624500025