গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার দেহলাবাড়ি বেলতলা অঞ্চলে শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় গাজীপুর ফায়ার সার্ভিস থেকে আরও তিনটি ইউনিট পাঠানো হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন,
“প্রাথমিকভাবে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ শুরু করেছিল। তবে আগুনের তীব্রতা বৃদ্ধির কারণে গাজীপুর থেকে আরও তিনটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
তিনি আরও জানান,
“ফায়ার সার্ভিসের কর্মীরা চারদিক থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও তাদের সহযোগিতা করছেন। আগুনের তীব্রতা এতটাই বেশি যে দ্রুত বিস্তার লাভ করেছে।”
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা