পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যখন চরম উত্তেজনাপূর্ণ, তখন ভারতের অভ্যন্তরেই সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। তিনি পেহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলার প্রসঙ্গে বলেন, এই ঘটনাকে বিজেপি সরকার রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং এটি শুধুই ‘নাটক’। তার ভাষ্য মতে, মূল লক্ষ্য জনগণের আবেগকে কাজে লাগিয়ে নির্বাচনী ফায়দা তোলা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান হুমকি দিয়েছে—ভারত যদি সিন্ধু নদীর ওপর বাঁধ নির্মাণ করে, তবে তারা তা গুঁড়িয়ে দেবে। এই প্রেক্ষাপটে কীর্তি আজাদ বলেন, দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ, অথচ বিজেপি বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে সরব থাকলেও দেশের ভেতরে জঙ্গি ঢুকছে—এ নিয়ে কিছু করছে না।
তিনি কটাক্ষ করে বলেন, “বিজেপি আসলে শুধু 'টাই টাই ফিস ফিস, ঠনঠন গোপাল’ করছে”—যা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন, বিজেপির পদক্ষেপগুলো লোক দেখানো ও বাস্তবতাবর্জিত।
এই বক্তব্যের মাধ্যমে কীর্তি আজাদ মোদি সরকারের জাতীয় নিরাপত্তা নীতির জোরালো সমালোচনা করেছেন এবং সীমান্ত পরিস্থিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রবণতার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন।