অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার কাতার যাচ্ছেন। দোহায় অনুষ্ঠিতব্য ‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’-এ অংশগ্রহণ ছাড়াও তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে ব্যবসা-বিনিয়োগ, এলএনজি সরবরাহ, ভিসা উন্মুক্তকরণ ও জনশক্তি রপ্তানির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
সফরে ইউনূসের সঙ্গে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এবার প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও সফরসঙ্গী হচ্ছেন—ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’ অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল দোহায়। এবারের প্রতিপাদ্য—‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। ইউনূস সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।
দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনায় আসতে পারে গত বছরের কাতার সফরের সময় নেওয়া সিদ্ধান্তগুলোর অগ্রগতি, ২০২৬ সাল থেকে কার্যকর হতে যাওয়া এলএনজি চুক্তির সময়সীমা এগিয়ে আনার অনুরোধ, কাতারের বিনিয়োগ আগ্রহ এবং বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সহজীকরণ।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানিয়েছেন, এই সফরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো