5 মাস আগে
অতীতে নির্বাচন মানে শুধু ক্ষমতার পালাবদল
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অতীতে নির্বাচনের মাধ্যমে কেবল ক্ষমতার পালাবদল হয়েছে, তবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়নি। তিনি অভিযোগ করে বলেন, "বারবার অসৎ নেতৃত্বের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কারণে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ হয়নি। বরং যখন যেই দল ক্ষমতায় বসে তখন সেই দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কর্মী পর্যন্ত সবাই দুর্নীতি, চাঁদাবাজি আর সন্ত্রাসে লিপ্ত হয়েছে।"