5 মাস আগে
পাসপোর্ট ইস্যুতে বড় অগ্রগতি, সহজ হচ্ছে প্রক্রিয়া
পাসপোর্ট সেবায় হয়রানি কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে নতুন পাসপোর্ট আবেদন, দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যু আবেদন, ভিসা আবেদনসহ পাসপোর্ট ও ভিসা–কেন্দ্রিক সব ধরনের আবেদন নির্ভুল ও সহজভাবে পূরণের জন্য এজেন্সি বা ভেন্ডর নিয়োগ দেওয়া হচ্ছে। এসব ভেন্ডর নির্দিষ্ট ফি নিয়ে গ্রাহকের আবেদন ফরম পূরণে সহযোগিতা করবে এবং সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের আশপাশে অফিস স্থাপন করে সেবা দেবে।