সাম্প্রতিক খবর

5 মাস আগে

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি, নেতৃত্বে ডা. তাহের

জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে আজ সকাল সাড়ে ১০টায় আলোচনা শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগের বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরির জন্য চলতি বছরের ২০ মার্চ থেকে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে।

5 মাস আগে

ফ্যাসিবাদ নিরসনে জামায়াতের ভূমিকা দেশ ও জাতি মনে রাখবে: আলী রিয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, “আপনাদের কর্মীরা, নেতৃবৃন্দ নিপীড়নের শিকার হয়েছেন, অত্যাচার সহ্য করেছেন। এরপরও আপনারা সাহসিকতার সঙ্গে তা মোকাবেলা করেছেন, সংগ্রামে অংশ নিয়েছেন—সেজন্য আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা।” বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের অবদান নিঃসন্দেহে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা আশা করি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথচলায় আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।” আলী রীয়াজ স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জামায়াত নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিলেন, কেউ কেউ প্রাণও দিয়েছেন, অনেকে কারাগারে থেকেও আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেয়া হয়েছে তা কেবল সরকারের একক সিদ্ধান্ত নয়, বরং তা জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষারই প্রতিফলন। রাজনৈতিক দল, ছাত্র সমাজ, সাধারণ মানুষ—সবার পক্ষ থেকেই এ প্রক্রিয়ার তাগিদ এসেছে। আপনারা আন্তরিকভাবে তাতে অংশ নিয়েছেন, এজন্য আবারও ধন্যবাদ জানাই।”

5 মাস আগে

এবার নতুন কৌশলে মাঠে নামছে আ.লীগ

নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে দলটি। এবার ফিলিস্তিন ইস্যুতে ‘মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন’-এর ব্যানারে ‘ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন’ স্লোগানে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ইসলামী ফ্রন্ট নামের একটি দলের প্যাডে আবেদন করা হয়েছিল। কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে তা স্থগিত করা হয়। তাই ভিন্ন ব্যানারে শনিবার দুপুরে রাজধানীর সায়েদাবাদে গোলাপবাগ মাঠে সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ সম্পর্কিত সব প্রস্তুতি ইতোমধ্যে শেষে হয়েছে। সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অনেকেই ঢাকায় এসেছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা ওলামা লীগপন্থি আলেমদের মাধ্যমে বিভিন্ন মাজার ও দরবারের নাম ব্যবহার করার চেষ্টা করছেন। এক্ষেত্রে সহযোগিতা করছেন ইসলামী ফ্রন্টের নেতারা। গত দেড় দশকে হাসিনার হাত শক্তিশালী রাখতে সক্রিয় ছিল দলটি। ৫ আগস্টের পর আওয়ামী লীগের পুনর্বাসনে ‘নিবন্ধিত’ সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের দাবি তুলেছে ইসলামী এই দলটি। তবে সমাবেশে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে ফ্রন্ট। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, ‘আমরা বিষয়টি সিরিয়াসলি নিয়েছি। আমাদের রেগুলার একটিভিটিসের পাশাপাশি বিশেষ নজরও থাকবে। যে কোনো ধরনের নাশকতার চেষ্টা হলে শক্ত হাতে দমন করা হবে।’

5 মাস আগে

রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শনিবার (২৬ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কোতে আলোচনার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি রয়েছে। ট্রাম্প বলেছেন, আলোচনার জন্য আজ বেশ ‘ভালো একটি দিন’ ছিল। অন্যদিকে ক্রেমলিনের পক্ষ থেকে আলোচনাকে ‘গঠনমূলক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ওই আলোচনায় ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। মার্কিন প্রেসিডেন্ট এর আগে সামাজিক মাধ্যমে বলেন, চুক্তির প্রধান বিষয়গুলোর অধিকাংশ নিয়েই উভয়পক্ষ একমত হয়েছে। এ সময় তিনি রাশিয়া ও ইউক্রেনকে ‘খুবই উচ্চ পর্যায়ে’ বৈঠক করার এবং ’চুক্তিটি স্বাক্ষর’ করার তাগিদ দেন। এদিকে শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, নিঃশর্তভাবে যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা দরকার। এর আগের দিন জেলেনস্কি বিবিসিকে বলেছিলেন, ‘পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি’ হলে কিয়েভ ও মস্কোর মধ্যে ভূখণ্ডের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল