5 মাস আগে
                            
                            ঈদ-উল-আয্হাঃ ত্যাগের মহিমায় ভাস্বর
                            
                            
                                ঈদ শব্দের অর্থ খুশি বা আনন্দ। আর আয্হা অর্থ ত্যাগ বা কুরবানী। একত্রে ঈদ-উল আয্হা হলো ত্যাগ বা কুরবানীর আনন্দ। কথায় বলে, ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ। মা-বাবা নিজেদেরকে বঞ্চিত রেখে, সন্তানের আহার জুগিয়ে আনন্দ পায়। প্রিয়জনকে উপহার দিতে ভাল লাগে। ত্যাগী মানুষেরা অপরকে দিয়েও অনাবিল আনন্দ লাভ করে। এ আনন্দ তুলনাহীন।