5 মাস আগে
কেন জবির আন্দোলনকারীরা দিচ্ছে ‘বোতল-বোতল’ স্লোগান?
চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে পানির বোতল দেখা যায়, তারা সমস্বরে ‘বোতল-বোতল’ স্লোগান দেন। এ সময় তারা রশিতে ২০-২৫টি খালি বোতল বেঁধে তা ট্রাফিক সিগনাল লাইটের খুঁটিতে টানিয়ে দেন।