সাম্প্রতিক খবর

4 মাস আগে

পাচারের টাকা উদ্ধারে সরকার চাইলে আইনজীবী নিয়োগ: গভর্নর

চারের টাকা উদ্ধারে দেশ-বিদেশে মামলা করবে বাংলাদেশ, কী ধরনের মামলা করবে তার সিদ্ধান্ত নিবে আইনজীবীরা। সরকার চাইলে এখনই আইনজীবী নিয়োগ করতে পারে। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সাংবাদিকদের এসব কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, পাচারের টাকা উদ্ধার ধাপে ধাপে এগোতে হবে। চূড়ান্ত রায় না পেলে সম্পদ উদ্ধার করা যাবে না। তাই যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ করে কোর্টে দেওয়ার জন্য তৈরি করতে হবে। বিচারক প্রক্রিয়ায় এসব সম্পদ যাতে আদায় করতে পারি। কোর্ট সিদ্ধান্ত নিবে আমরা যেটা দাবি করছি, তা সঠিক কী-না। আরেকটি পদ্ধতি আদায় করা যায়, তা হলো এডিআর (সমঝোতা) পদ্ধতি। সেখানেও একটা প্রক্রিয়া আছে, তাতে আইনজীবীরা আলোচনা করবে।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল