4 মাস আগে
পটুয়াখালীর গলাচিপায় ১৪৪ ধারা জারি
পটুয়াখালীর গলাচিপায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিএনপি-গণঅধিকার পরিষদ যুগপৎ কর্মসূচি ঘোষণা করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে গলাচিপা পৌরসভা ও এর আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। বেলা ১২টার দিকে গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তাঁর লিখিত আদেশে বলেন, গলাচিপা উপজেলার চর বিশ্বাস ও বকুলবাড়িয়া এলাকায় সংঘটিত সংঘর্ষ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং উভয়পক্ষের যুগপৎ কর্মসূচি ঘোষণায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে বলে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এ প্রেক্ষিতে জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভাসহ এর আশপাশ এলাকায় শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে রোববার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। এ সময় উল্লেখিত এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার চরবিশ্বাস বাজারে গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ভাঙচুর করা হয় বিএনপির কার্যালয়। এ সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ছোট ভাই আমিনুল ইসলাম নুরসহ উভয়পক্ষের ২০জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদ ও বিএনপির নেতৃবৃন্দ একে অপরকে দায়ী করেছেন।