4 মাস আগে
তারেক রহমান চাইলেই দেশে আসতে পারেন : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাঁধা নেই, তারেক রহমান বাংলাদেশের নাগরিক, তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন।’
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন নিয়ে তিনি বলেন, ‘ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে, তারা প্রোপার চ্যানেলে (সঠিকভাবে) আসছে না, অমানবিকভাবে তাদের ঠেলে দেয়া হচ্ছে।’
‘বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে’ বলে দাবি করে শিগগিরই পুশইন বন্ধ হবে বলে তিনি আশা করছেন।
এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা: নাজমুল করিম খান, গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক প্রমুখ।
এর আগে মঙ্গলবার (১০ জুন) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান শিগগিরই বাংলাদেশে ফিরে আসবেন। তিনি অবশ্যই ফিরে আসবেন।’