4 মাস আগে
বাগেরহাটে আল হেলালের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে প্রচার অভিযান
খানপুর ইউনিয়নে জেলা স্বেচ্চাসেবক দলের বতর্মান আহ্বায়ক কমিটি সদস্য, আল হেলাল বাবু এর নেতৃত্বে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে খানপুর ইউনিয়নের কালিবাড়ি বাজার, কাচারিবাড়ি মোড়,কলেজ মোড় সহ খানপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে গনকর্মসূচি পালন করেছেন।উক্ত জনসংযোগে উপস্থিত ছিলেন,জেলাস্বেচ্চাসেবক নেতা রাজ হাওলাদার,শ্রমিক নেতা এনামুল কবির,বাগেহাট সদর উপজেলা ছাএদলের সাবেক যুগ্নআহব্বক আল আমিন,বাগেহাট সদর উপজেলা ছাএদলের সাবেক যুগ্নআহাব্বক জহির রায়হান বাবু,খানপুর ইউনিয়নে ছাএদলের সাবেক সভাপতি তুহিন শেখ, সহ স্বেচ্চাসেবক দলের নেতা কর্মি গন উপস্থিত ছিলেন।