সাম্প্রতিক খবর

4 মাস আগে

হরমুজ প্রণালী বন্ধের হুমকি ইরানের, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা

ইসরাইলের সাথে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির রক্ষণশীল সংসদ সদস্য ইসমাইল কসারি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা আইআরআইএনএন। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথগুলোর একটি হলো হরমুজ প্রণালী। এটি পারস্য উপসাগরের একমাত্র সামুদ্রিক প্রবেশপথ, একদিকে ইরান আর অপরদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এ প্রণালী পারস্য উপসাগরকে গালফ অফ ওমান এবং ভারত মহাসাগরের সাথে যুক্ত করে। প্রশ্ন উঠেছে, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে এর প্রভাব কী হবে? কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, প্রতিদিন বিশ্বের মোট খরচ হওয়া তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। প্রণালীর সংকীর্ণতম স্থান মাত্র ৩৩ কিলোমিটার প্রশস্ত, কিন্তু পানিপথের জাহাজ চলাচলের পথগুলো আরো সংকীর্ণ। ফলে এটি আক্রমণ ও বন্ধ হওয়ার হুমকির ঝুঁকিতে থাকে। আল জাজিরা বলছে, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়বে আশঙ্কাজনকভাবে। এছাড়াও যুদ্ধ আরো বিস্তৃত হওয়ার ঝুঁকিও তৈরি করবে।

4 মাস আগে

যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়ার আহ্বান ইসরাইলের

ইরানের পারমাণবিক কর্মসূচির নির্মূলের জন্য দেশটির বিরুদ্ধে যুদ্ধে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইসরাইলি সরকার। দুই ইসরাইলি কর্মকর্তার মতে, ইরানে হামলার পর গত ৪৮ ঘণ্টায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংসে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে আহ্বান জানিয়েছে ইসরাইল। রোববার (১৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের অন্যতম পারমাণবিক স্থাপনা ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ভূগর্ভস্থ হওয়ায় সাধারণ বোমা দিয়ে তা ধ্বংস করা সম্ভব নয়। এটি ধ্বংস করতে প্রয়োজন বাঙ্কার বাস্টার বোমা ও ভারী বোমারু বিমানের, যা ইসরাইলের কাছে নেই। তবে যুক্তরাষ্ট্রের কাছে এমন সরঞ্জাম রয়েছে, সেই সাথে তা ইরানের কাছাকাছি অবস্থানেও রয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ইসরাইলের অভিযান থেকে নিজেকে দূরে রেখেছে। বরং ইরান যদি ইসরাইলের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়, তবে সেটিকে যুক্তরাষ্ট্র ‘অবৈধ’ হিসেবে গণ্য করবে। যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে মাত্র একটি স্থাপনাতেও হামলা চালায়, তাহলেও তা দেশটিকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলবে। তবে ইসরাইলের অভিযান শেষ হওয়ার পরেও যদি ফরদো সক্রিয় থাকে, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করার লক্ষ্যে ব্যর্থ হবে ইসরাইল।

4 মাস আগে

শিক্ষক নিয়োগে বড় সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখের বেশি শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার (১৬ জুন) প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবেদন গ্রহণ শুরু হবে ২২ জুন থেকে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং কোনো টেকনিক্যাল সমস্যা না হলে নির্ধারিত দিনেই এটি প্রকাশ পাবে। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩৫ বছরের বেশি বয়সী শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন না। একইসঙ্গে যাদের নিবন্ধন সনদের মেয়াদ তিন বছরের বেশি, তারাও আবেদন করতে পারবেন না। এনটিআরসিএ সচিব এএমএম রিজওয়ানুল হক জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় ৩৫ ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল