4 মাস আগে
যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়ার আহ্বান ইসরাইলের
ইরানের পারমাণবিক কর্মসূচির নির্মূলের জন্য দেশটির বিরুদ্ধে যুদ্ধে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইসরাইলি সরকার। দুই ইসরাইলি কর্মকর্তার মতে, ইরানে হামলার পর গত ৪৮ ঘণ্টায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংসে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে আহ্বান জানিয়েছে ইসরাইল।
রোববার (১৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের অন্যতম পারমাণবিক স্থাপনা ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ভূগর্ভস্থ হওয়ায় সাধারণ বোমা দিয়ে তা ধ্বংস করা সম্ভব নয়। এটি ধ্বংস করতে প্রয়োজন বাঙ্কার বাস্টার বোমা ও ভারী বোমারু বিমানের, যা ইসরাইলের কাছে নেই। তবে যুক্তরাষ্ট্রের কাছে এমন সরঞ্জাম রয়েছে, সেই সাথে তা ইরানের কাছাকাছি অবস্থানেও রয়েছে।
কিন্তু ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ইসরাইলের অভিযান থেকে নিজেকে দূরে রেখেছে। বরং ইরান যদি ইসরাইলের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়, তবে সেটিকে যুক্তরাষ্ট্র ‘অবৈধ’ হিসেবে গণ্য করবে। যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে মাত্র একটি স্থাপনাতেও হামলা চালায়, তাহলেও তা দেশটিকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলবে।
তবে ইসরাইলের অভিযান শেষ হওয়ার পরেও যদি ফরদো সক্রিয় থাকে, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করার লক্ষ্যে ব্যর্থ হবে ইসরাইল।