সাম্প্রতিক খবর

4 মাস আগে

বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না : রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। বাংলাদেশের মানুষ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা রাজা হব না, বাংলাদেশের মানুষকে আমরা প্রজা বানাবো না, আমরা হব দেশের মানুষের সেবক। বাংলাদেশের মানুষের খেদমত করাই হবে আমাদের উদ্দেশ্য।’ মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতের এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

4 মাস আগে

ভারতে পালানোর সময় গোপালগঞ্জ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আজমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর যাত্রাবাড়ি থানায় ও গোপালগঞ্জে তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, শাহাবুদ্দিন আজমকে আটকের সময় তার সাথে স্ত্রীও ছিলেন। তবে স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এর আগে গত ৫ জুন একই সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে গ্রেফতার করে পুলিশ।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল