সাম্প্রতিক খবর

4 মাস আগে

দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল রোববার (৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি ঢাকায় অবতরণ করেন। আবদুল হামিদকে বহন করা ফ্লাইটটি (টিজি ৩৩৯) অবতরণের পর আনুষ্ঠানিকতা শেষে রাত পৌনে ৩টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন। কোনো প্রটোকল চাননি। রাত দেড়টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছেছেন।

4 মাস আগে

লন্ডনে প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ করেছেন টিউলিপ সিদ্দিক

প্রফেসর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে চান বৃটেনের সাবেক মন্ত্রী, পালিয়ে যাওয়া শেখ হাসিনার বোনঝি, শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। লন্ডন সফরকালে বাংলাদেশের নেতার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক। আজ এই খবর দিয়েছে বৃটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান। দ্য গার্ডিয়ান লিখেছে, অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকাল থেকে টিউলিপ সিদ্দিকী যেসব সুযোগ-সুবিধা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে, তা নিয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে আলাপ করে ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান তিনি। মন্ত্রিত্ব থেকে তার পদত্যাগের পর বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে উত্থাপিত দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি এ অনুরোধ করেন। প্রতিবেদনটি লিখেছেন, দ্য গার্ডিয়ানের চিফ রিপোর্টার ড্যানিয়েল বোফি। ‘Tulip Siddiq requests meeting with Bangladeshi leader over corruption allegation’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি আজ ৮ জানুয়ারি বাংলাদেশ সময় ভোর ৫টায় পত্রিকাটির অনলাইন সংস্কারে আপলোড করা হয়। দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনটির অনুবাদ এখানে তুলে ধরা হলো। টিউলিপ, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি, এবং যিনি গত সপ্তাহে অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হয়েছেন, তার বিরুদ্ধে ঢাকার কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে তিনি সাবেক সরকারের শাসনকাল থেকে সুবিধা পেয়েছেন। মিডিয়ায় একাধিক অভিযোগ প্রচারিত হয়েছে, যার মধ্যে একটি হলো -বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে সিদ্দিক বা তার মা ৭,২০০ বর্গফুটের একটি জমি ‘ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে’ পেয়েছেন। সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরা এগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন। তিনি আরও দাবি করেছেন যে, এই অভিযোগ নিয়ে তাকে কখনোই কোনো কর্তৃপক্ষ যোগাযোগ করেনি।

4 মাস আগে

সৌদি আরব ৪৩৬ অবৈধ হজ এজেন্সি বন্ধ করেছে, গ্রেপ্তার ৪৬২

চলতি বছর সৌদি সরকারের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো পবিত্র হজ। এদিকে ভুয়া এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদিআরব সরকার। দেশটি এবার শত শত ভুয়া হজ ক্যাম্পেইন (এজেন্সি) বন্ধ করে দিয়েছে। এ ছাড়া এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার (৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪৩৬টি অবৈধ হজ ক্যাম্পেইন বন্ধ করা হয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে অন্তত ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ব্যক্তি ভুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। মন্ত্রণালয়ের নিরাপত্তাবিষয়ক মুখপাত্র কর্নেল তালাল আল শালহুব জানান, হাজিদের নিরাপত্তা ও তাদের পবিত্র ধর্মীয় আচার পালনের সুব্যবস্থা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন অননুমোদিত ক্যাম্পেইন প্রচারকারী এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র স্থানে প্রবেশে সহায়তাকারী। মন্ত্রণালয় আরও জানায়, হজ অনুমতি ছাড়া মক্কায় ১৯৭ জনকে পরিবহণের সঙ্গে জড়িত ৪৯টি আলাদা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১৮ প্রবাসী এবং ৩১ সৌদি নাগরিক রয়েছেন।

4 মাস আগে

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (৬ জুন) বাংলাদেশের বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। চাঁদপুর, জামালপুর, ফরিদপুর, দিনাজপুর, মুন্সীগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের বেশ কয়েকটি জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা আজ ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করছেন। চাঁদপুরে সাদ্রা দরবার শরীফের ঐতিহ্য চাঁদপুর জেলার অর্ধশতাধিক গ্রামে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রথম জামাত শুরু হয়, যার ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি। অপরদিকে সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসায় সকাল ৯টায় নামাজের ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী। ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইসহাক চৌধুরী আরব দেশসমূহের সঙ্গে মিল রেখে আগাম রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালনের নিয়ম চালু করেন। প্রায় ৯৬ বছর ধরে চলে আসা এই প্রথায় বর্তমানে অর্ধশতাধিক গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ একদিন আগে ঈদ উদযাপন করেন।

4 মাস আগে

পশুর হাটে বেড়েছে ক্রেতা, চাহিদার শীর্ষে ছোট ও মাঝারি গরু

কদিন বাদেই কোরবানির ঈদ। গত কয়েকদিন ধরে রাজধানীর পশুর হাটগুলো ক্রেতাশূন্য থাকলেও গতকাল থেকে তা বেড়েছে। ক্রেতারা আসছেন, হাঁটছেন করছেন দরদাম। কেউ কিনছেন। কেউ ঘুরছেন। গরুর দামে খুশি অনেক ক্রেতাই। আবার কেউ কেউ বলছেন বাজেটের নাগালে নেই। সরজমিন গতকাল রাজধানীর নতুন বাজার একশ’ফিট হাট ও গাবতলী হাট ঘুরে এসব চিত্রের দেখা মেলে। সরকারি ও বেসরকারি ছুটি শুরু হওয়ায় দুপুর থেকেই হাটগুলোতে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। ব্যবসায়ীরা বলছেন, গত দুই দিনের তুলনায় বুধবার দিনে পশু বিক্রি বেড়েছে। বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা তুঙ্গে। যদিও দাম এখনও কিছুটা বেশি, তবে শেষ মুহূর্তে ক্রেতারা দরদাম করেই গরু নিচ্ছেন। রাজধানীর পশুর হাটগুলোতে এবার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর ও ময়মনসিংহ অঞ্চল থেকে বিপুল পরিমাণ গরু এসেছে। একশ’ ফিট হাটে সুফিয়ান নামের এক স্বেচ্ছাসেবক জানান, গত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচশ’র বেশি গরু হাটে প্রবেশ করেছে। তবে পশুর আমদানি বেড়েছে বলেই দাম যে কমেছে, এমন নয়। খামারিরা বলছেন, খরচ এত বেড়েছে যে, গরুর দাম কমানো সম্ভব হচ্ছে না। নাটোর থেকে আসা গরু ব্যাপারী মো. শাকিল বলেন, প্রতি বছর আমি এই হাটে গরু নিয়ে আসি। এবার ১৩টা গরু এনেছি। তার মধ্যে সাতটাই বিক্রি হয়ে গেছে। দরদাম নিয়ে তিনি বলেন, দাম গতবারের চাইতে বেশি হচ্ছে না। এবার গরু বেশি আসছে। মানুষও দেখতেছে। আমার যে সাতটা বিক্রি হইছে তার মধ্যে চারটাই মাঝারি সাইজ। এই গরুই বেশি চায় মানুষ। পাবনার গরু ব্যাপারী মো. শাহ আলম। এবার হাটে তিনি গরু এনেছেন ১৮টি। তার মধ্যে ছয়টি বিক্রি হয়েছে। যা গতকাল দুপুরের পর থেকে বিক্রি হয়। তিনি বলেন, এই চারদিন কোনো

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল