4 মাস আগে
গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে ৪০ প্রাণহানি
গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় রক্তক্ষয়ী বাস্তবতা আবারও সামনে এসেছে। গতকাল মঙ্গলবার বার্তাসংস্থা আনাদোলু জানায়, একদিনেই কমপক্ষে ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত দুই শতাধিক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫১০ জনে।