4 মাস আগে
কথায় নয়, তিনি প্রমাণ রেখেছেন কাজে। তার মহান কর্মের স্বীকৃতি — এই ঐতিহাসিক জানাজা
অত্যন্ত শ্রদ্ধাভাজন ও সর্বজনপ্রিয় ব্যক্তিত্ব অধ্যক্ষ মাওলানা তায়েব আলী ছিলেন এক অকৃত্রিম, সাদাসিধে জীবনযাপনকারী, অজাতশত্রু, অমায়িক এবং প্রাজ্ঞ অভিভাবক। সব শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ছিলেন আপনজন। হিন্দু-মুসলিম, শিক্ষিত-অশিক্ষিত, কৃষক-শ্রমিক, যুবক-বৃদ্ধ—সবাই ছিলেন তাঁর ভক্ত। এমন সর্বজন শ্রদ্ধেয় মানুষ খুব কমই দেখা যায় যিনি সবাইকে আপন করে নিতে পারেন।