4 মাস আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দিনভর বৃষ্টিতে জনদুর্ভোগ
বৃহস্পতিবার (২৯ মে) দিনভর বৃষ্টিপাতের ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা জনজীবনে চরম দুর্ভোগ নেমে এনেছে।
ঢাকার নিউমার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধূপখোলা, গেণ্ডারিয়া এলাকা সহ নানা স্থানে সড়কে পানি জমে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সৃষ্টি হয় তীব্র যানজট। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত পানিতে ডুবে থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম বিপাকে পড়েন।