5 মাস আগে
তারেক রহমানের বার্তা: ‘সতর্ক থাকুন, প্রস্তুত থাকুন’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১০ মে) বিকেলে গুলশানে এক অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে জনগণকে ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়, যা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। ভোট ও রাজনৈতিক অধিকার যাতে কেউ কুক্ষিগত করতে না পারে, সে লক্ষ্যে দেশের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে বলেও তিনি আহ্বান জানান।