5 মাস আগে
৭ গোলের মহারণে রিয়ালকে কাঁদিয়ে এল ক্লাসিকো জিতল বার্সা
এল ক্লাসিকো হলো এল ক্লাসিকোর মতোই। রোমাঞ্চ, উত্তাপ, উত্তেজনা, আক্রমণ আর গোল উৎসব—কোনো কিছুরই কমতি ছিল না এই ম্যাচে। লড়াইটা হয়েছে সেয়ানে সেয়ানে। কেউ কাউকে এক ইঞ্চি ছাড় দেয়নি। তবে খানিকটা হলেও এগিয়ে ছিল বার্সেলোনা। আর তাই তো রিয়াল মাদ্রিদের হৃদয় ভেঙে শেষ হাসি হেসেছে কাতালানরা। সাত গোলের এই থ্রিলারে ৪–৩ ব্যবধানে জয় তুলে নিয়ে লা লিগা শিরোপার দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেল হান্সি ফ্লিকের শিষ্যরা।