6 মাস আগে
তিন বন্ধু, এক স্বপ্ন—ইসলামী আদর্শে গড়া এক মহাকাব্যিক অভিযাত্রা
তারা ছিলেন তিন বন্ধু। খুররম, খুরশিদ, জাফর। করাচির তিন তরুণ। তিনজনই এসেছেন সদ্য স্বাধীন হওয়া পাকিস্তানে উদ্বাস্তু হিসেবে। ভারতের তিন প্রদেশ থেকে এসেছেন তিনজন। তারপর এক স্বপ্নীল অভিযাত্রা শুরু করেন তারা। সমাজকে পালটে দেয়ার অদম্য স্বপ্ন তাদের বুকে, আর ইসলামের জন্য কাজ করার জযবা প্রাণে। এই স্বপ্ন ও জযবাই তাদেরকে সমাজের তিন প্রান্ত থেকে এক জায়গায় নিয়ে এসেছিল।