সাম্প্রতিক খবর

5 মাস আগে

জুলাই বিপ্লবে চোখ হারিয়েছেন অন্তত ৩৮২ জন, তাদের বেশিরভাগই তরুণ

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণআন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ দেশের তরুণ প্রজন্মের ওপর যে ভয়াবহ শারীরিক ও মানসিক ক্ষত তৈরি করেছে, তার করুণ চিত্র উঠে এসেছে একটি সাম্প্রতিক গবেষণা প্রতিবেদনে। গবেষণাটির তথ্য অনুযায়ী, রাবার বুলেট, গুলি ও সাউন্ড গ্রেনেডের আঘাতে অন্তত ৩৮২ জন তাদের দৃষ্টিশক্তি চিরতরে হারিয়েছেন, যাদের বেশিরভাগই তরুণ, শিক্ষার্থী, শ্রমজীবী নারী ও গরিব পরিবার থেকে আসা সাধারণ মানুষ। তাদের অনেকে এখনো অন্ধত্ব, ট্রমা এবং সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে দিন পার করছেন।

শিরোনাম
ভোটার তালিকা আইন সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি, ১৫৪ যাত্রী নিয়ে ফিরল বিমান চাঁদপুরে সরকারি বই বিক্রির সময় হাতেনাতে ধরলো স্থানীয়রা ‘গাজা এখন পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত এলাকা’ পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরাইল