5 মাস আগে
দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সতর্ক করলো আবহাওয়া অধিদপ্তর
সকালে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাসে জানিয়েছিল, আজ বৃহস্পতিবার (১ মে) দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছিল।