5 মাস আগে
পণ্যমূল্যের চাপে খানিকটা স্বস্তি শুধু চালেই
নতুন বোরো ধানের সরবরাহ শুরু হওয়ায় দীর্ঘ সময় পর দেশের চালের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বিশেষ করে মিনিকেট চালের দাম কেজিপ্রতি ৪ থেকে ৮ টাকা পর্যন্ত কমেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন মিনিকেট চাল ৭৪ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে পুরোনো মিনিকেটের দাম ৭৮ থেকে ৮৮ টাকা পর্যন্ত। বিক্রেতারা জানান, প্রতি বস্তা (২৫ কেজি) চালের দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমেছে, যা আগে ২২০০ টাকায় উঠেছিল, এখন তা ২০০০ টাকার মধ্যে নেমে এসেছে।