5 মাস আগে
৫ মে শাপলা গণহত্যা দিবস; খুনির বিচার ও শহীদদের তালিকা প্রসঙ্গ
মবজাস্টিজ শব্দটি সম্প্রতি বেশ পরিচিতি পেয়েছে। মবজাস্টিজ বলে এখন ঠোঁট কাঁপায় অনেকে। খেয়াল করলে দেখা যাবে যারা এ নিয়ে বেশি উচ্চ বাচ্য করছে তারাই বাংলাদেশে মবজাস্টিজকে প্রতিষ্ঠিত করেছে স্লোগান তুলে, গণজমায়েত করে, অবস্থান করে এবং তা করেছে সরকারি মদদে। গ্রামে শালিশ দরবার হয়। শালিশ দরবারের মাতব্বরগণ অনেকে থাকে নিরক্ষর। কিন্ত তারাও শহুরে রাজনৈতিক শিক্ষিতদের তুলনায় অনেক বোধ সম্পন্ন। তাদের কাউকে যদি রায় নির্ধারণ করে বিচার মানেন, তারা তা গ্রহণ করবেন না, সে শালিশ তারা করবে না। রায় আপনি দিয়ে দিলে তাদের করণীয় কী থাকে?