5 মাস আগে
‘গণমাধ্যম বিভ্রান্ত করছে’—ফাঁসির প্রতিকৃতির ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধদের অভিযোগ
প্রিয় দেশবাসী, জাগ্রত জনতা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, আমরা জাগ্রত জুলাই নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্যা'সিবাদের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের আধুনিক ভার্সন স্বৈ'রাচার খু'নি হাসিনার গনহ'ত্যার বিচারের দাবি ও জুলাইয়ের চেতনাকে জাগ্রত রাখার প্রয়াসে আমাদের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গত ১ মে রাজু ভাস্কর্যের সামনে ফ্যা'সিস্ট খু'নি হাসিনার একটি ফাঁ'সির মঞ্চের প্রতিকৃতি স্থাপন করি।